রানী ক্ষেত রোগ
রানীক্ষেত রোগ:
কোয়েল পাখির রানীক্ষেত রোগ তেমন হয় না। কিন্তু যদি পাখির যত্ন ঠিক মত না করি তাহলে রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে । মূলত ঠান্ডা রোগের কারণে রানীক্ষেত রোগের সৃষ্টি হয়।
রানীক্ষেত রোগের লক্ষণ:
রানীক্ষেত রোগের লক্ষণ আমরা সহজেই বুঝতে পারবো যদি একটু সচেতন হয়। প্রথমে পাখি যদি পাতলা পায়খানা করে এবং ঝিম মেরে থাকে পাখনাগুলো ঝুলে থাকে ও শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে আমরা বুঝবো পাখির ঠান্ডা যনিত রোগ হয়েছে। আস্তে আস্তে ঠান্ডা থেকে পাখি পাতলা পায়খানা করবে তারপর পাখি চুনে পায়খানা করবে তারপর দু-এক দিন পর থেকে পাখির রানীক্ষেত রোগ ধরবে।
কি কারণে রানীক্ষেত রোগ হয়:
আমরা যদি কোয়েল পাখি কে লিটার পদ্ধতিতে লালন পালন করি তাহলে, পাখির বৃষ্টা সব সময় পরিষ্কার রাখতে হবে। তাহাছাড়া খামারে এ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে এতে করে পাখি খাবার কম খাবে দুর্বল হবে। অসুস্থ হবে আর ঠান্ডা লাগবে। ঠান্ডা থেকে আস্তে আস্তে পাতলা পায়খানা করবে তারপর রানীক্ষেত রোগের সৃষ্টি হবে। মুলত এগুলো কারনে রানীক্ষেত রোগ সৃষ্টি হয়। তাহাছাড়া রানীক্ষেত রোগ হয় না কোয়েল পাখির।
রানীক্ষেত রোগের ঔষধ ও প্রতিকার:
রানীক্ষেত রোগ হলে সাথে সাথে আমাদের যা করতে হবে, সিপ্রো এ ভেট ১লিটার পানিতে ১মিলি, টু প্লাস, ২লিটার পানিতে ১মিলি, এইচ ভেট ৩লিটার পানিতে ১টি ৫০০এমজি, এবং এমোডিস ট্যাবলেট ২লিটার পানিতে একটি খায়াতে পারেন। সাথে সাথে কোন অভিজ্ঞ খামারীর সাথে যোগাযোগ করতে হবে। তাহলে আপনার পাখির রানীক্ষেত রোগ ভাল হতে পারে।
No comments