ভাল মানের পাখি সংগ্রহ করার উপায়

ভাল মানের কোয়েল পাখি সংগ্রহ করার উপায়:

quail birds
                 যে কোন খামার করার আগে চিন্তা করতে হবে আমাদের আমি আমার খামারে কি মানের পাখি নিয়ে খামার করব। কারন আপনি যদি সুস্থ সবল পাখি নিয়ে খামার না করেন তাহলে কিন্তু ভাল ফল আশা করতে পারেন না। কারন বীজ যদি ভাল না হয় ফলন ভাল হয় না। এ জন্য আমাদের সবার উচিত ভাল মানের পাখি দিয়ে খামার শুরু করা ।

        ভাল মানের পাখি সংগ্রহ করতে হলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ রেখে পাখি সংগ্রহ করতে হবে।

  • আপনার পরিকল্পনা করতে হবে আমি ডিমের জন্য খামার করব না মাংসের জন্য খামার করব। তারপর আপনাকে সে সিদ্ধান্ত অনুযায় আগাতে হবে।
  • আপনার আধুনিক এবং ভাল  মানের খামারে কোয়েল পাখির জন্য যোগাযোগ করতে হবে। খামারের মালিকেরে সাথে কথা বলতে হবে। পাখি বাজার জাত সম্পর্কে জানতে হবে। বুজতে হবে আপনার এলাকায় আমি ডিম বিক্রি করতে পারবেন না মাংস হিসাবে বিক্রি করতে পারবেন সে অনুযায় পাখি সংগ্রহ করতে হবে।
  • আপনি যদি ডিমের জন্য খামার করেন তাহলে অবশ্যই আপনাকে ভাল ব্রীডের পাখির নিতে হবে। তা ছাড়া আপনি ডিমের প্রোডাকশন ভাল পাবেন না। কারন  ১০০% জাপানি জাতের  পাখি যদি হয় তাহলে বছরে ৩০০ থেকে ৩২০টা পর্যন্ত ডিম দেয় আর যদি জাপানি ৮০-৮৫% হয় তাহলে ডিম দিবে ২৫০ থেকে ২৮০টা পর্যন্ত। এ বিষটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহাছাড়া আপনি বড় ধরনের বিপতে পরবেন। করন খাবার একই পরিমান খাবে কিন্তু আপনি ডিমের প্রোডাকশন ভাল পাবেন না।
  • আপনি যদি বাজার থেকে কোয়েল পাখি ক্রয় করেন তাহলে জাতের ক্ষেত্রে তেমন টা নিশ্চয়তা পাবেন না। কারন এরা বিভিন্ন ছোট ছোট খামার থেকে পাখি সংগ্রহ করে পাখি বিক্রি করে। এদের কথার সাথে কাজের মিল থাকে না এরা শুধু এদের লাভেরটা চিন্তা করে কিন্তু এরা চিন্তা করবে না খামারীর কি হবে।
  • এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে যে কোন ভাল খামারীর সম্পর্কে ভাল তথ্য নিতে হবে। তারপর যোগাযোগ করতে হবে তার কাছ থেকে ভাল পরমর্শ নিয়ে পাখি সংগ্রহ করতে হবে। আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন এবং মোবাইলে যোগাযোগ করতে পারেন: ০১৭১২ ০৫০৩৯২

No comments

Powered by Blogger.